এবার থেকে মেট্রো রেলেও দেখা যাচ্ছে টিকিট পরীক্ষক।মেট্রো সূত্রে খবর,বিনা টিকেটের যাত্রী বেশি দেখা যাবে দুর্গাপুজোর সময়। সাধারণত তখন যাত্রীদের ভিড় বেশী দেখা যায় পাতাল পথে। অনেক যাত্রীরা স্মার্ট কার্ড নিয়ে যাতায়াত করেন, তাই তাদের বাড়তি ঝামেলা পোহাতে হয় না।
কিন্তু সাধারণ যাত্রীরা ওঠেন টোকেন কেটে। আর তাদের মধ্যেই এই টিকেট না কেটে ওঠার প্রবণতাটা বেশী দেখা যায়। এবার কলকাতায় পূজোর ভিড় বাড়তে চলেছে,দল বেঁধে মানুষ জন ঘুরতে বের হবে,টিকেট ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে।
পর্যন্ত মোট ২৬ জন যাত্রী যেতে গিয়ে বিনা টিকেটে ধরা পড়েছেন। তাদের মধ্যে আবার কম ভাড়ার টোকেনে বেশী দূরত্ব যাওয়ার যাত্রীও ধরা পড়েছেন। জরিমানা বাবদ এসব যাত্রীদের থেকে মেট্রো কর্তৃপক্ষ মোট ৬ হাজার ৬৪৫ টাকা আয় করেছেন।