পুলিশ সূত্রে খবর, গত ২৯ সেপ্টেম্বর তারা সল্টলেকে একটি প্রতারণা চক্রের হদিস পায়। যেখানে সরকারি চাকরিপ্রার্থীদের শিকার বানান হত।মূলত এসএমএসের মাধ্যমে চাকরি প্রার্থীদের ফাঁদে ফেলা হত। গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা আদায় করা হত। তারপর আর তাদের কোন হদিস পাওয়া যেত না। এভাবে বহু বার বেশ কয়েক জনকে ফাঁদে ফেলেছিলেন প্রতারকেরা।
নদিয়ার বাসিন্দা রসিদ মণ্ডল থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন।যে তিনি ২ লক্ষ ২৫ হাজার টাকা দিয়েছেন। সেই অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটিতে তদন্তে নামে এবং ইতিমধ্যেই সল্টলেক থেকে ৩জনকে গ্রেফতার করেছেন। ধৃতেরা হলেন পাপাই শর্মা, অশোক রায় এবং তনভীর আলম।
তবে এই প্রতারণার সঙ্গে কারা বা কত জন যুক্ত আছেন তার সবটাই খাতিয়ে দেখছেন বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।