বুধবার উত্তর সিকিমে শুরু হয় মেঘ ভাঙ্গা বৃষ্টি।যার ফলে বাঁধ ভেঙে সেই জল চলে আসে সরাসরি ভাবে তিস্তায়। মূলত তিস্তায় জল ঝড়ের বেগে নীচে নেমে আসতে শুরু করে।
সূত্রের খবর অনুযায়ী জলস্তর বৃদ্ধি পেয়েছিল প্রায় ১৫ থেকে ২০ ফুট। এবং জানিয়েছেন সেনা ছাউনিতে পার্ক করে রাখা ৪১টি গাড়ি ও ২৩জন সেনা জলে ভেসে গিয়েছেন বলে আশঙ্কা তাদের। এখনও তাদের কোন খোঁজ মেলেনি। তবে ইতিমধ্যেই তাদের উদ্ধারের কাজে নেমে পরেছেন সেনা।
জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। জানিয়েছেন পাহাড়ে এখনও চলছে বৃষ্টি।তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিকিম সরকার মানুষকে তিস্তার আশেপাশে না যাওয়ার সতর্ক বার্তা জানিয়েছেন।সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োর মাধ্যমে দেখা যাচ্ছে যে, তিস্তার জল ভেঙে দিয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশও। তবে নতুন করে জলস্তর বৃদ্ধি পেলে জাতীয় সড়ক সম্পূর্ণ ভাবে ধুয়ে যেতে পারে বলেই আশঙ্কা।