শিলিগুড়ির কোর্ট মোড় থেকে তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করলে বিপাকে পরবে বেসরকারি বাস মালিক ও চালকরা। এতে বন্ধ হয়েও যেতে পারে কোর্ট মোড় থেকে মহকুমা এলাকার বেসরকারি বাস পরিষেবা।
সোমবার এমনটাই উদ্বেগ প্রকাশ করলো বেসরকারি বাস চালক ও মালিক সংগঠন। এদিন পূর্ত দপ্তরের ইনিসপেকশন বাংলোতে জেলা প্রশাসন, পৌরনিগম, পরিবহন বিভাগ, পুলিশ আধিকারিক ও বাস মালিক ও চালক সংগঠনের মধ্যে একটি বৈঠক আয়োজিত হয়। আর সেই বৈঠকে কোর্টমোড় থেকে বাসস্ট্যান্ড তিনবাত্তি মোড়ে স্থানান্তরিত করার বিষয়ে সমস্যার কথা তুলে ধরেন বেসরকারি বাস মালিক ও চালক সংগঠন। তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করা হলে বাসগুলির সলিল সমাধি করা ছাড়া কিছুই হবে না বলে জানায় বেসরকারি বাসের চালক ও মালিক সংগঠন।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলাশাসক এস পুন্নমবলম, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। তবে বেসরকারি বাস স্থানান্তরিত করার ফলে কী কী সমস্যা হবে তা এদিন প্রশাসনিক আধিকারিকদের সামনে তুলে ধরেন বাস মালিকরা। এতে বিকল্প কিছু প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন মেয়র গৌতম দেব।