সোনা, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ১০টি পদক জয় করে দার্জিলিং জেলা ও শিলিগুড়ির মুখ উজ্জ্বল করলো শিলিগুড়ির খেলোয়াড়রা। চলতি বছরের জুলাই মাসের ২৯ ও ৩০ তারিখ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ৭ম তম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। সেই চ্যাম্পিয়নশিপে শিলিগুড়ি থেকে অংশগ্রহণ করেন মোট ১১জন খেলোয়াড়। সেখানে ২টি সোনা, ২টি রুপা ও ৬টি ব্রোঞ্জের পদক জয় করেন।
জানা গিয়েছে, সোমনাথ কর-রুপা, মিগমা শেরপা-ব্রোঞ্জ, জেনেসিস রাই-রুপা, রুহি যাদব-সোনা, নীতিন যাদব-ব্রোঞ্জ, অঙ্কতি সানুয়সী-ব্রোঞ্জ, শুভাঞ্জলি বাগদাস-রুপা, সুজল বিশ্বকর্মা-সোনা,ধীরাজ থামি-ব্রোঞ্জ এবং আকাংশা সেন-ব্রোঞ্জ এর পদক জয় করেন। শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান ইচিবান স্পোর্টস অ্যাকাডেমির সদস্যরা।