শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রথমবার ক্ষমতায় আসার পর সফলতার বর্ষপূর্তি উদযাপন করা হলো। সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কার্যকলাপের মধ্যে দিয়ে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হলো। তুলে ধরা হলো বিগত এক বছরের মহকুমা এলাকায় উন্নয়নের খতিয়ান এবং আগামীতে উন্নয়নমূলক প্রকল্প পরিকল্পনা। বুধবার নকশালবাড়ি কমিউনিটি হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে আগত অতিথিদের বন মহোৎসব উপলক্ষে চারাগাছও উপহার হিসেবে তুলে দেওয়া হয়। আগামীতে মহকুমা এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে সব ক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নের কাজ করা হবে বলে জানান মেয়র গৌতম দেব।