বনমহোৎসব উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাগডোগরায়।মঙ্গলবার বাগডোগরা রেঞ্জের অন্তর্গত জঙ্গলি বাবা মন্দির সংলগ্ন বনাঞ্চলে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের তরফে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। গত ১৪ই জুলাই থেকে ২০ই জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে বনমহোৎসব কর্মসূচি পালন করা হচ্ছে।এরই অঙ্গ হিসেবে এদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো।রাজ্য জুড়ে ২৫ লক্ষ চারা গাছ রোপন করা হবে।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিসিএফ সমীর গজমের, ডিএফও কার্শিয়াং হরিকৃষণ পিজে, এডিএফও ভূপেন বিশ্বকর্মা, বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজ সহ বাগডোগরা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, বাগডোগরা পুলিশ,বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ সেনার আধিকারিকরা।সিসিএফ সমীর গজমের জানান, গোটা রাজ্যে আজকের দিনে ২৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন হচ্ছে।সকলের সহযোগিতায় এই কর্মসূচি করা হচ্ছে।