রাতভর ভারী বৃষ্টি। জলমগ্ন জলপাইগুড়ি। পরেশ মিত্র কলোনি সহ পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন।রাতভর ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়লো জলপাইগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। তিস্তার পাশাপাশি করলা নদীর জল আচমকা বেড়ে যাওয়ায় জল ঢুকে গেল শতাধিক বাড়িতে। বুধবার রাতভর অতি ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলাজুড়ে। বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকালেও।এছাড়া বৃষ্টির জল জমে জলমগ্ন হয়েছে শহরের মহমায়া পাড়া, চুনিলাল রোড, বাতাসা গলি, সার্ফ মোড়, হরিজন বস্তি সহ বিভিন্ন এলাকা। রাস্তায় ও ঘরে জল জমে যাওয়ায় চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের। তিস্তা নদীর জল অনেকটাই বেড়েছে। করলা নদীর জল ঢুকে পড়ে জলপাইগুড়ি শহরের পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড নেতাজিপাড়া, পরেশমিত্র কলোনি এলাকায়। করলা নদীর পাশে বাঁধ না থাকায় এই দুর্ভোগ বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। করলা নদীর জল বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার জলমগ্ন হয়েছে পুরসভার ২৫ ও ১ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা। এখানে শতাধিক বাড়িতে ঘরের ভেতরে করলা নদীর জল ঢুকে গেছে। লাগাতার বৃষ্টির জেরে জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা, করলা ও জলঢাকা নদী। ভোর থেকেই জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ির শতাধিক বাড়ি। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে উপচে পড়েছে জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে বয়ে চলা করলা নদী। এর ফলে জলমগ্ন হয়ে পড়েন শহরের বিভিন্ন এলাকার কয়েকশো মানুষ।তবে এবিষয়ে পুরসভার ভাইস চেয়ারপারসন পাপিয়া পালকে একাধিকবার টেলিফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।