রায়গঞ্জ রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের ধার ঘেঁষে যেসমস্ত দোকানপাট ছিলো সেইসমস্ত দোকানপাট তুলে দিলো রেল। এদিন রেল পুলিশ এবং রেলের আধিকারিকের উপস্থিতিতে এই দোকানপাট গুলোকে সরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই রেলের জায়গায় ওই দোকানগুলো বসেছিলো তবে রেলের উন্নমূলক কাজের জন্যই ওই দোকানগুলোকে সরিয়ে দিতে হবে বলে সূত্রের খবর।
অন্যদিকে, রেলের এই সিদ্ধান্তে স্বভাবতই মারাত্মক সমস্যায় পড়েছেন দোকানদাররা। সারি দিয়ে বেশির ভাগ খাবারের দোকানই বসতো তবে রেল উঠিয়ে দেওয়ায় ক্ষতির মুখে তাঁরা। দোকানদারদের তরফ থেকে স্থায়ী ব্যবস্থার দাবি জানানো হয়েছে রেলের কাছে, নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ার দিয়েছেন তাঁরা।