বড় ঘোষণা, অস্ট্রেলিয়ার বুকে তৈরি হল ছোট ভারত

বড় খুশির খবর, নয়া পালক জুড়লো ভারতের মুকুটে। সরকারের তরফে প্রকাশিত নয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়ার হ্যারিস পার্ক এলাকায় প্রায় ৬ লক্ষ ভারতীয় বসবাস করেন। এই কারণে ভারতীয়দের বিপুল জনসংখ্যার বিষয়টি বিবেচনা করে, অস্ট্রেলিয়ান সরকার ঘোষণা করেছে যে সিডনির শহরতলির হ্যারিস পার্ককে “লিটল ইন্ডিয়া” নামে অভিহিত করা হবে। এটি নিঃসন্দেহে আমাদের কাছে এক গর্বের বিষয়।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-7 শীর্ষ সম্মেলন এবং পাপুয়া নিউগিনি সফরের মধ্যে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী মোদী নিজেই এই ঘোষণা করেছেন। তথ্য অনুসারে, সিডনির তিনটি রাস্তার নামকরণ করা হচ্ছে “লিটল ইন্ডিয়া” হিসেবে।

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের হ্যারিস পার্ক তথা “লিটল ইন্ডিয়া” ভারতীয়দের কাছে অত্যন্ত পছন্দের। অস্ট্রেলিয়ায় সফর করা প্রত্যেক ভারতীয় একবার হলেও এই জায়গাটিতে আসেন। অস্ট্রেলিয়ায় ভারতবর্ষের অভিজ্ঞতা পেতে হলে পর্যটকদের অবশ্যই এখানে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *