জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেজ লিমিটেড (জি) পশ্চিমবঙ্গকে জরুরি স্বাস্থ্য পরিষেবার কিছু সরঞ্জাম হস্তান্তর করল। এগুলি হল ২০টি অক্সিজেন হিউমিডিফায়ার। এই উদ্যোগ জাতীয় স্তরে জি-এর সিএসআর অভিযানের অঙ্গ বিশেষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব নারায়ণ স্বরূপ নিগম। এপ্রসঙ্গে জি-এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পুণীত গোয়েঙ্কা জানান, এইসব জরুরি সরঞ্জাম বর্তমান পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ণে সহায়ক হবে বলে তারা আশা করেন। অন্যদিকে, নারায়ণ স্বরূপ নিগম পশ্চিমবঙ্গের প্রতি সাহায্য প্রদানের জন্য জি-কে ধন্যবাদ জানিয়েছেন।
জাতীয় স্তরের সিএসআর অভিযানে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে জি ২৪০টিরও বেশি অ্যাম্বুলেন্স, ৪৬,০০০-এরও বেশি পিপিই কিট, ৯০টিরও বেশি অক্সিজেন হিউমিডিফায়ার ও ৬,০০,০০০ দৈনিক আহার জুগিয়েছে। এছাড়া, কোম্পানির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ৫০০০-এরও বেশি দৈনিক রোজগেরে মানুষকে আর্থিক সহায়তা দিয়েছে জি। সেইসঙ্গে, ৩৪০০ জনেরও বেশি কর্মী পিএম কেয়ার্স ফান্ডে অর্থদান করেছেন ও সমপরিমাণ অর্থ দিয়েছে জি। সংগৃহিত সম্পূর্ণ অর্থরাশি জমা দেওয়া হয়েছে পিএম কেয়ার্স ফান্ডে।