কলকাতা: লকডাউনের দিনে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলি৷ গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আহত পুলিশকর্মীর অস্ত্রোপচার হয়েছে৷ ঘটনার পরই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে৷
পুলিশ সূত্রে খবর, দীনেশ কর্মকার নামে এক নিরাপত্তারক্ষীর নিজের বন্দুক থেকে গুলি বেরিয়ে তিনি আহত হয়েছেন৷ বৃহস্পতিবার সকালে ওই নিরাপত্তারক্ষী ডিউটি বদলের সময় হঠাৎ গুলির শব্দে কেপে উঠে এলাকা৷ কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মীরা গিয়ে দেখেন, দীনেশ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে৷
তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এদিন সকালে বন্দুক লোডিং- আন লোডিং করার সময়ই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে৷ এই ঘটনা একেবারে নিছক দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ৷ তবুও প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত৷ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷