কলকাতা: রাজ্যগুলির রাজস্ব আদায়ের একটা বড় অংশ আসে মদ বিক্রি থেকে। করোনা পরিস্থিতিতে রাজ্যে এই মদের দামের উপর ৩০ শতাংশ অতিরিক্ত ট্যাক্স বসিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই অতিরিক্ত কোভিড ট্যাক্স এবার তুলে নেওয়া হচ্ছে। আগামী মাসের শুরুর দিকেই সমগ্র বাংলায় কার্যকর হবে মদের নয়া দাম।
কোভিড পরিস্থিতিতে ২৫ মার্চ থেকে বন্ধ হয়ে যায় মদ বিক্রি। তৃতীয় দফার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেয় কেন্দ্র। তাতে মদের দোকান খোলাতেও অনুমতি দেওয়া হয়। কিন্তু তারপর প্রায় সব রাজ্যেই মদের উপর চড়া শুল্ক বসানো হয়। বাংলায় ট্যাক্সের হার ধার্য করা হয় ৩০ শতাংশ। সবচেয়ে বেশি ট্যাক্স বসায় দিল্লি সরকার। এমআরপি-র উপর অতিরিক্ত ৭০ শতাংশ কর বসিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার।