করোনা পরিস্থিতিতে যাদের প্রতিদিন বেরোতে হয় ঘরের বাইরে ,যাদের অনাবশ্যক ভিড়ের মধ্য দিয়ে চলতে হয় তাদের সচেতন করে দেওয়ার জন্য বাজবে এলার্ম। এমনই যন্ত্র আবিষ্কার করে ফেললেন সুভাষপল্লীর বিদ্যুৎ বিভাগের অধিকর্তা কৌশিক কুমার দাস। জানা গিয়েছে কৌশিক দাস অনেকদিনের চেষ্টায় এই বিশেষ যন্ত্রটি আবিষ্কার করেছেন। কৌশিক বাবুর কথায় জানা গিয়েছে মাত্র পাঁচ ছয়শো টাকা ব্যয়ে এই যন্ত্রটি তিনি বানিয়েছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন ও সজাগ করতে তাঁর এই যন্ত্রের আবিষ্কার বলে জানা গিয়েছে।এর আগেও তিনি নানা যন্ত্র বানিয়েছিলেন।তাঁর তৈরি এই যন্ত্রটি কোমরে বেল্টের সঙ্গে লাগিয়ে নিলেই ২ফুট দূরত্বের কাছাকাছি কেউ চলে আসলে বেজে উঠবে এলার্ম।কৌশিক দাসের এই যন্ত্র আবিষ্কারে আনন্দিত শিলিগুড়ি শহরবাসী।