করোনা আবহে পরীক্ষা তুলে নেওয়ার দাবিতে আন্দোলনে বসল জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ছাত্ররা । করোনা সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে , তাতে লিখিত পরীক্ষায় বসতে নারাজ ছাত্ররা । লিখিত পরীক্ষায় বসলে ছাত্রদের সংক্রমনের সম্ভাবনা যে বাড়বে সে বিষয়ে সবাই একমত হলেও পরীক্ষা বাতিল না করায় ছাত্ররা প্রশ্ন তুলেছে ।
এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন এই ফার্মেসী কলেজ পরীক্ষা নিতে বদ্ধ পরিকর ।কলেজ প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়ার কথা জানালেও ছাত্রদের প্রতিবাদে তা বাতিল হয় ।এরপর আবার লিখিত পরীক্ষার ঘোষণা করলে ছাত্ররা আশঙ্কা করছে সংক্রমণ ছড়ানোর ।ইতিমধ্যে কয়েকজন ছাত্রের জ্বর সর্দি দেখা দিতে শুরু হয়েছে বলে ছাত্ররা দাবি করছে ।তাদের সঙ্গে একসঙ্গে বসে পরীক্ষায় বসতে নারাজ ছাত্ররা । তাই পরীক্ষা বাতিলের দাবিতে কলেজের প্রিন্সিপলকে তালা মেরে আটকে রেখে দিনভর বিক্ষোভ দেখাল ছাত্ররা ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও সমস্যার সমাধাম হয়নি ।