দীর্ঘ ৮ মাস নিখোঁজ থাকার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে পাওয়া গেল ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ। রাজেন্দ্র সিং নেগী (৩৬) নামক এই জওয়ান জানুয়ারি মাস থেকে নিখোঁজ ছিলেন। সেই সময় তিনি কাশ্মীরের গুলমার্গে কর্তব্য রত ছিলেন।
সংশ্লিষ্ট এলাকায় ভারী তুষার ধ্বস নামার পর থেকেই নিখোঁজ হয়ে যান এই সেনা জওয়ান। দীর্ঘদিন তাঁর কোন খোঁজ না পাওয়া যাওয়ায় জুন মাসে তাঁকে “শহীদ” বলে ঘোষণা করেছিল ভারতীয় সেনাবাহিনী। এমনকি ২১ জুন এই মর্মে তাঁর পরিবারকে একটি চিঠিও দেওয়া হয়।
রাজেন্দ্র সিংহ নেগীর জেঠু রঘুবীর সিং নেগী জানান, তিনি ভারতীয় সেনাবাহিনীর তরফে ফোন পেয়েছিলেন। তাঁকে জানানো হয়েছে, ভারী বরফের নিচে চাপা পড়া থাকা রাজেন্দ্রর দেহ উদ্ধার করা হয়েছে। এরপর মৃতদেহটি শ্রীনগরের সেনাবাহিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানি ময়না তদন্ত করে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। সোমবার এই সেনা জওয়ানের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।