ডেঙ্গুকে গুরুত্ব দেওয়ার আবেদন জানিয়ে মানব বন্ধন কর্মসূচি পালন

শিলিগুড়ি শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ পুরনিগম, এমনি অভিযোগ তুলে ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়ে মানব বন্ধন কর্মসূচি পালন করল শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মঙ্গলবার, ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

তাদের অভিযোগ, শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। ঘরে ঘরে জ্বরের সংক্রমণে জনজীবন বিপর্যস্ত। শহরজুড়ে আবর্জনা সাফাই, নর্দমা পরিষ্কার সহ ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজে ব্যর্থ পুরনিগম। অন্যদিকে, নার্সিংহোম ও প্যাথলজি ক্লিনিকগুলি এই আতঙ্ককে কাজে লাগিয়ে রোগীদের লুটছে। এর বিরুদ্ধে সরব হয়ে তাদের এই প্রতিবাদ।

এবিষয়ে সংগঠনের পক্ষ থেকে অভিজিৎ মজুমদার বলেন, এই পুর বোর্ড কেবলই প্রতিশ্রুতি দিয়ে এসেছে। কাজের ক্ষেত্রে তারা সম্পুর্ণ ব্যর্থ। এবিষয়ের ওপর জেলা স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব সহকারে কাজ করার আবেদন জানাচ্ছি, সাথেই নার্সিংহোম গুলির ওপর লাগাম টানার দাবি রাখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *