কলকাতা: আমফানের ত্রাণ বিলি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির বিভিন্ন জায়গা থেকে ত্রাণ বিলি নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ এসেছে নবান্নে৷ তাই এ বার জেলা প্রশাসনের সব স্তরের কর্তা, অর্থাত্ বিডিও, এসডিও ও এডিএম-দের কাজের বার্ষিক মূল্যায়ন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷
আসলে আমফানে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ত্রাণ বিলির সময় বেশ কিছু বিডিও, এসডিও-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে৷ আত্মীয়দের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আমফানের ক্ষতিপূরণের জন্য জন্য নতুন করে আবেদনপত্র জমা দিতে বলেন মুখ্যমন্ত্রী৷ নয়া আবেদনপত্র জমা পড়েছে প্রায় ৬ লক্ষ৷ সবচেয়ে বেশি ত্রাণের আবেদন জমা পড়েছে পূর্ব মেদিনীপুর থেকে৷
নবান্ন সূত্রে খবর, কয়েকটি জেলার এসডিও, বিডিও ও এডিএম-দের কাজে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা৷ এঁদের কাজ মুখ্যমন্ত্রী মনিটরিং করবেন৷ মুখ্যমন্ত্রীর নজরদারিতে থাকবেন ৩৪৪ জন বিডিও, ৬৬ জন এসডিও ও ৬৯ জন এডিএম৷ প্রতিদিনের কাজের রিপোর্ট নবান্নে আসবে৷ তারপর কাজের মূল্যায়ন করবেন মুখ্যমন্ত্রী৷