শিলিগুড়িতে বাড়ল কন্টেনমেন্ট জোনের সংখ্যা।শিলিগুড়ি পুরনিগমে করোনা উত্তরোত্তর বাড়ছেই।এ জন্য জেলা প্রশাসন শিলিগুড়িতে কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়াল।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে শিলিগুড়ির চারটি ওয়ার্ডকে কন্টেনমেন্ট ঘোষণা করল নতুন করে।এই চারটি ওয়ার্ড হল ১৫,১৭,০২,ও ২৯।
এই চারটি ওয়ার্ড গতকাল থেকেই কন্টেনমেন্ট ঘোষনা করা হলেও মানুষ চলাচল করছিলই।আজ প্রশাসন এলাকার রাস্তাগুলিতে বাঁশ বেঁধে দেয়।দার্জিলিং জেলাশাসক এস পন্নবলম জানিয়েছেন শিলিগুড়ির এই চারটি ওয়ার্ড নতুন করে কন্টেনমেন্ট এ রাখা হলো।পরবর্তী সূচনা পর্যন্ত বন্ধ থাকবে সেই এলাকা গুলির দোকানপাট।বন্ধ থাকবে যান চলাচল।শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকান খোলা থাকবে এবং ইমারজেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত গাড়ি শুধু চলবে এই জোন গুলোতে