অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানেও এ বার পড়ল করোনাভাইরাসের ছায়া।জানা গিয়েছে মন্দিরের এক পুরোহিতের সংক্রমণ ধরা পড়েছে।পাশাপাশি ১৬ জন নিরাপত্তা কর্মীর করোনা রিপোর্টও পজিটিভ এসেছে। আগামী সপ্তাহে ভূমিপুজোতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।আগামী ৫ অগস্ট ঐতিহাসিক অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন অনুষ্ঠিত হবে। তার আগেই এই খবর উদ্বেগ ছড়িয়েছে।
সেইসঙ্গে কোভিড সংক্রমণ ধরা পড়েছে ১৬ জন নিরাপত্তারক্ষীরও। যা নিয়ে উদ্বেগে রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট। যদিও এ কারণে ৩ তারিখ থেকে শুরু হতে চলা যজ্ঞে কোনও ছেদ পড়ছে না বলেই মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।