অটোমেটিক ট্রেন অপারেশন নামে অত্যাধুনিক প্রযুক্তিতে চালক ছাড়াই ছুটতে পারে চালক ছাড়াই ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রেন। সেজন্য লকডাউনের মধ্যেই জোর কদমে চলছে মহড়া। মানুষের হস্তক্ষেপ না থাকায় এই প্রযুক্তিতে ট্রেন চালালে দুর্ঘটনার সম্ভাবনা নেই বললেই চলে। এই প্রযুক্তিতে ট্রেন নিজে নিজেই চললেও ট্রেনে একজন চালক থাকেন। বিমান যেমন অটোপাইলটে উড়লেও পাইলটকে সমস্ত যন্ত্র স্বাভাবিক ভাবে চলছে কি না তা নজরদারি করতে হয় ঠিক সেরকম। কোথাও কোনও গোলযোগ দেখলে হস্তক্ষেপ করেন চালক।
ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে জানা গিয়েছে, ১৬ জুলাই থেকে শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রেন চালানোর মহড়া। কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম বা CBTC নির্ভর এই প্রযুক্তিতে রেল লাইন ও অন্য ট্রেনের সঙ্গে যোগাযোগ রেখে চলে প্রতিটি ট্রেন। ফলে আগের ট্রেন কত দূরে রয়েছে বা প্ল্যাটফর্ম কত দূরে সব তথ্য থাকে ট্রেনের কম্পিউটারের কাছে। সেই অনুসারে নিজেই ট্রেন চালায় কম্পিউটার। তবে কলকাতায় এই প্রযুক্তির ব্যবহার প্রথম। তাই ধাপে ধাপে চলছে পরীক্ষা।