আবারও ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা কলকাতায়। এম আর বাঙ্গুর হাসপাতালে অগ্নিকাণ্ড। বাঙুর হাসপাতালের ৪ তলায় আগুন। আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। তবে তৎক্ষণাৎ দমকলের দু’টি ইঞ্জিন কাজ শুরু করে দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও জানা যায়নি ঠিক কীভাবে আগুন লাগল। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রত্যেক রোগীকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমআর এই মুহূর্তে করোনা রোগীদের অন্যতম চিকিৎসাকেন্দ্র এমআর বাঙুর হাসপাতাল।
উল্লেখ্য, গত ১১ মে এম আর বাঙ্গুর হাসপাতালের সামনেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল অ্যাম্বুল্যান্স। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। ওই অ্যাম্বুল্যান্সের পাশেই ছিল একটি বেসরকারি হাসপাতালের আরও একটি অ্যাম্বুল্যান্স। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে দুটি অ্যাম্বুল্যান্স। এবার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা আতঙ্কের পরিবেশই তৈরি হল বলে মনে করা হচ্ছে।