সোমবার বীরপাড়ার রামঝোরা চা বাগানে এক পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে।হাতিটি কি কারনে মারা গিয়েছে সেটার স্পষ্ট কারন জানাতে পারেনি বনদপ্তর। এদিন প্রত্যক্ষদর্শিরা বাগানে হাতির মৃতদেহটি দেখতে পান।খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তরের কর্মী রেঞ্জাররা ঘটনাস্থলে এসে মৃত হাতিটি উদ্ধার করে।