আবারও সরগরম হল রাজ্য রাজনীতি। অবশেষে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল এবার। জল্পনায় পড়ল শিলমোহর। আবারও ফুল বদলের পালা রাজনীনিতিতে। গেরুয়া ফুল থেকে ঘাস ফুলে আবার ফিরতে চলেছে তিনি। শুক্রবার দুপুরেই ফের জোড়াফুল শিবিরে যোগ দিতে চলেছেন একদা দলের সেকেন্ড -ইন-কম্যান্ড মুকুল রায়। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল ভবনে পৌঁছতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। এদিন দুপুরে দলের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেখানে। সেখানেই মুকুল-শুভ্রাংশু সরকারিভাবে জোড়াফুলে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, আজই বাবা ও ছেলে যোগ দিতে চলেছেন তৃণমূলে। তাঁদের সঙ্গে আরও বেশ কয়েকজন যোগ দিতে পারেন তৃণমূলে। কেন্দ্রীয় নিরাপত্তা নয়, বরং রাজ্য পুলিশের নিরাপত্তায় তৃণমূল ভবনে যাচ্ছেন মুকুল রায়।
বঙ্গ রাজনীতির সবচেয়ে জোরালো জল্পনায় যবনিকা পতন হতে চলেছে আজই। গত কয়েকদিন ধরেই মুকুলের সঙ্গে দূরত্ব বাড়ছিল বিজেপি শিবিরের। বিশেষত স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকেই আরো বেশি করে সামনে আসতে শুরু করে এই জল্পনা। বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হয়নি বিজেপির। বদলে ফের একবার, দুশোরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই ফের একবার মাথাচাড়া দিয়েছে দলবদলের আশঙ্কা।