গত বছরের তুলনায় এবছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছিল করোনা। এবার দেশের করোনা পরিসংখ্যানে আরও বড়সড় স্বস্তির নিঃশ্বাস পড়ল। আশার আলো দেখছে দেশবাসী। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। দেশে আরও কমল দৈনিক সংক্রমণ। সপ্তাহের প্রথম দিনেই করোনা স্বস্তি দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন। ৯ এপ্রিলের পর এইপ্রথম এতটা কমল সংক্রমণ। দৈনির মৃতের সংখ্যাও অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১২৮ জনের।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন দেড় লক্ষের কিছু বেশি। সব মিলিয়ে সোমবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৮০ লক্ষ ৪৭ হাজার ৫৩৪। এদিকে, সুস্থতার পরিসংখ্যান আশার আলো জাগাচ্ছে দেশজুড়ে। একদিনে কোভিড জয় করে ফিরেছেন ২ লাখ ৩৮ হাজার ২২ জন। করোনার সংক্রমণে লাগাম পরাতে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচিতে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত দেশের ২১ কোটি ৩১ লক্ষ ৫৪ হাজার ১২৯ জনের টিকাকরণ হয়ে গিয়েছে।
এদিকে, রাজ্যেও কমছে দৈনিক করোনা সংক্রমণ। বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন এবং করোনা মুক্ত হয়েছেন ১৫ হাজার ৪১০ জন। গত ১ দিনে মৃত্যু হয়েছেন ১৪২ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯১.৯৩ শতাংশ। রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কার্যত লকডাউন জারি করেছে নবান্ন।