সুপ্রিম কোর্টে বড় ধাক্কা সিবিআই-এর। প্রত্যাহার করা হল নারদ মামলা। নিয়ম মাফিক হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চেই ফিরছে নারদ শুনানি। নারদ মামলার জন্য গঠিত সেই পাঁচ সদস্যের বেঞ্চের রায়ই চূড়ান্ত হবে। মঙ্গলবার বিচারপতি বিনীত শরণ এবং বিচারপতি বিআর গাভাইয়ের অবকাশকালীন বেঞ্চে শুরু হয় শুনানি। এদিন নারদ মামলার শুনানি শুরুর পরেই সিবিআই আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারলেকে মামলা সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্ন করেন সর্বোচ্চ আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি সলিসিটর জেনারেল তুষার মেহতা।
সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সরান ও বিচারপতি ভূষণ গাভাইয়ের অবকাশকালীন বেঞ্চে মামলার সওয়াল-জবাব চলাকালীন সলিসিটর জেনেরাল তুষার মেহেতা বেঞ্চকে জানান, তাঁরা সুপ্রিম কোর্ট থেকে এই আবেদন প্রত্যাহার করছেন এবং কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানি হোক তাঁরা চান ।
গত ২১ মে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দোল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এক নির্দেশে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের জেল হেফাজত থেকে গৃহবন্দি থাকার নির্দেশ দেন । এমনকি, মামলার শুনানির জন্য পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করেন ৷ সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের এসএলপি স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছিল সিবিআই । আজ নিজেরাই সেই পিটিশন প্রত্যাহার করল ।