করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বাড়িতেই। শারীরিক অবস্থা স্থিতিশীলও ছিল। কিন্তু মঙ্গলবার সকালে আচমকা অক্সিজেনের মাত্রা কমে গেল রক্তে। আচমকাই শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের৷ এই অবস্থায় তাঁকে আর বাড়িতে রেখে চিকিৎসা করানোর পক্ষে নন কেউই। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হচ্ছে। আলিপুরের বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে বলে জানা যাচ্ছে৷। সিওপিডি-র রোগী তিনি, তাঁর অসুস্থতা দীর্ঘদিনের। সাইটোকাইন স্টর্ম নিয়েও চিন্তিত চিকিৎসকরা। মাস কয়েক আগে হাসপাতালে চিকিৎসা সেরে ফিরেছেন। করোনায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এতদিন তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছিলেন।
বুদ্ধদেব এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এক সঙ্গেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের স্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে৷ সোমবারই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মীরা। তবে ৭ দিনের জন্য বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।