এক বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। শুক্রবার ভোররাত থেকে শুরু হয়েছে এনকাউন্টার। মহারাষ্ট্রের গদচিরোলি র পোতেগাঁও ও রাজোলির মধ্যবর্তী একটি জঙ্গলে সুরক্ষা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১৩ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ৬জনের দেহ সকালেই উদ্ধার করা সম্ভব হয়েছে। মহারাষ্ট্র পুলিশের কাছে গতকাল রাতেই খবর আসে যে, এতাপল্লির জঙ্গলে আত্মগোপন করে রয়েছে বেশ কিছু মাওবাদী। এরপরই আজ ভোরে জঙ্গলের একটা অংশ ঘিরে ফেলেন জওয়ানরা। উদ্ধার হয় অস্ত্রশস্ত্র। তাছাড়াও পাওয়া গিয়েছে, কিছু বইপত্র এবং নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। জঙ্গলের বিভিন্ন প্রান্তে এই তল্লাশি অভিযান জারি রয়েছে। প্রসঙ্গত এর আগে গত ১৩ মে নকশাল বিরোধী অভিযানে গদচিরোলির কাছে এক মহিলা সহ ২জন নকশালের মৃত্যু হয়েছিল। এখনও দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলছে। কাজেই মৃত্যুর সংখ্যাটা আরও বাড়তে পারে।