ওয়েবডেস্কঃ সোমবার নারদা কান্ডে রাজ্যের মন্ত্রীদের গ্রেপ্তারের পরেই সরগরম রাজ্য রাজনীতি। ভোটের পরে সিবিআই ফের তৎপর হল বাংলার নারদ মামলার তদন্তকে কেন্দ্র করে। সোমবার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় তদন্ত সংস্থা। এরপরেই নিজাম প্যালেসে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে গিয়ে অ্যারেস্ট মেমোতে সই করানো হয়। গ্রেপ্তার করা হয় তাদের। এবার এই তৃণমূলের মন্ত্রী, নেতাদের সিবিআই গ্রেফতারি ঘিরে অশান্ত হল বাংলা। রাজ্যে করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মাঝেই বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছে তৃণমূল-কর্মী সমর্থকেরা। সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগানও দিতে দেখা যায় তাঁদের। আধঘণ্টা পথ অবরোধ চলে হুগলির আরামবাগ-কলকাতা রাজ্য সড়কের গৌরহাটি মোড়ে। কোচবিহার দক্ষিন ২৪ পরগনা, কামারহাটি সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় তৃনমুল কর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে তৃনমুল কর্মীরা। রাজভবনের সামনেও বিক্ষোভ দেখায় তৃনমুলের একাংশ। নিজাম পালেসের সামনে এখনো প্রচুর ভিড় হয়েছে শাসক দলের কর্মীদের।