গোটা দেশ সমেত রাজ্যেও হুহু করে বেড়ে চলেছে করোনার প্রকোপ। আর এবার সেই প্রকোপ নিয়ন্ত্রণ করতে লকডাউনের পথে হাঁটল রাজ্য। রাজ্যে এ বার কার্যত লকডাউন। রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত, ১৫ দিনের লকডাউন ঘোষণা করল নবান্ন। ঘোষণা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আরও দু’সপ্তাহের জন্য কড়াকড়ি চালু করল রাজ্য সরকার। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। সেই অনুযায়ীই সকলকে নিয়ম মেনে চলতে হবে। নইলে কড়া পদক্ষেপ করা হবে।
রাজ্যে জারি করা হল একাধিক বিধিনিষেধ। সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিসগুলি খোলা থাকবে। শপিং মল, স্পা, বিউটি পার্লার, সিনেমা হল, স্পোর্টল কমপ্লেক্স বন্ধ থাকবে। লোকাল ট্রেন, বাস, মেট্রো, লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিধিনিষেধের কথা জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।