করোনার এর দ্বিতীয় ধাপে বিধ্বস্ত ভারত। বহু মানুষের কটাক্ষ মন্তব্য এর জন্য দায়ী দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক নেতারা। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সেই মতামতই প্রকাশ করল। ভারতে করোনা যে মহামারীর আকার নিচ্ছে এর জন্য রাজনৈতিক সমাবেশ এবং ধর্মীয় সমাবেশই দায়ী।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তাদের বিবৃতিতে জানাচ্ছেন করোনার B.1.617 ভ্যারিয়েন্ট ভারতে প্রথম আসে অক্টোবর মাসে, ২০২০ সালে। হু এর মত, কোভিডের এই ভ্যারিয়েন্ট এর পরিবর্তন হওয়ার ফলে সংক্রমণ গতি বাড়ছে এবং লাগামছাড়া মৃত্যু হচ্ছে।
হু মনে করে, এর মধ্যে ভারতে কয়েক মাস ধরে রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ এর থেকেই সংক্রমণ গতি বেড়েছে করোনার।
হু এর অনুমান B.1.617- ই নয়, ভারতে সংক্রমণ বৃদ্ধির জন্য সার্স কোভিড-১৯ এর অন্য কয়েকটি প্রজাতিও দায়ী, এপ্রিলে ধরা পড়ার পরেই B.1.617.1 মিউট্যান্ট এ সংক্রমিত ভারতে পাওয়া গিয়েছে মোট নমুনার ২১ শতাংশ। আর B.1.617.2 ভারতে পাওয়া গিয়েছে মোট নমুনার ৭ শতাংশ।
বাইরে থেকে বহু মানুষ এসে আরটিপিসিআর টেস্ট ছাড়াই গ্রামেগঞ্জে ঘুরছে। আবার একই সময় বিভিন্ন মেলায় বিভিন্ন আনুষ্ঠানিক প্রসঙ্গে মানুষের জমায়েত হয়েছে এই রাজনৈতিক ধর্মীয় সমাবেশ গুলি করোনার বিপদ বাড়িয়েছে।