পুর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েই শিলিগুড়িতে বাম শিবিরে ভাঙন ধরাল গৌতম দেব। দীর্ঘদিন আরএসপি-তে থাকা রামভজন মাহাত ও সিপিএম নেতা কমল আগারওয়াল তৃণমূলে যোগ দিলেন। রামভবন মাহাত বিদায়ী পুরবোর্ডের ডেপুটি মেয়র ছিলেন। তাঁরা দুজনেই এদিন গৌতম দেবের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকারও।
গৌতম দেবের দাবি, এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন, তা দেখে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগ দিয়েছেন ওই দুই বিদায়ী কাউন্সিলর। এই মুহূর্তে করোনা মোকাবিলাই তাঁদের প্রধান লক্ষ্য।
এবছর বিধানসভায় দার্জিলিং জেলায় ভাল ফল করেছে বিজেপি। শিলিগুড়ির পাশাপাশি গৌতম দেবের নিজের বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়িও গিয়েছে বিজেপির দখলে। ডাবগ্রাম ফুলবাড়িতে হারলেও গৌতম দেবকে শিলিগুড়ির পুরপ্রশাসক হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। সামনে পুরনিগমে ভোটের কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ করেন বলে মনে করছে রাজনৈতিকমহল।