বড় পদক্ষেপ। কয়লা কান্ডের মূল চক্রী ‘পলাতক’ অনুপ মাঝি ওরফে লালার জমি, বাড়ির মতো অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করার প্রক্রিয়া সম্পন্ন করল সিবিআই৷ চার জেলা মিলিয়ে লালার মোট ২৬০টি সম্পত্তি রয়েছে৷ যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা৷ যার জেরে লালা আর ওই জমি বাড়ি বিক্রি করতে পারবেন না৷ এমনকী এই অস্থাবর সম্পত্তি মিউটেশনও করা যাবে না৷ একাধিকবার গোয়েন্দাদের মুখোমুখি হলেও তদন্তে সহযোগিতা করছেন না লালা। প্রসঙ্গত, ২৭ নভেম্বর কয়লা পাচারকাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। কয়লা পাচারকাণ্ডের শিকড় অনেক গভীরে মনে করছেন সিবিআই।