করোনা ঝড়ে কাঁপছে গোটা দেশ। কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। একের পর এক হাসপাতালে কার্যত মৃত্যু মিছিল। এই অবস্থায় ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে লকডাউন জারির পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। তবে পাশাপাশি লকডাউনের জেরে সাধারণ মানুষের অসুবিধার বিষয়টিকেও নজরে রাখার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, স্থানীয় আবাসিক প্রমাণ বা পরিচয় প্রমাণের অভাবে কাউকে হাসপাতালে ভর্তি করা বা প্রয়োজনীয় ওষুধ অস্বীকার করা হবে না তা পর্যবেক্ষণ করে, বেঞ্চ কেন্দ্রকে দুই সপ্তাহের মধ্যে হাসপাতালে ভর্তি সংক্রান্ত একটি জাতীয় নীতিমালা তৈরি করতে বলেছে। তবে করোনা সুনামি রুখতে দেশের বিভিন্ন রাজ্য লকডাউনের পথে হাঁটলেও এখনও সে পথ বাছেনি মোদী সরকার।