রিউম্যাটিক ডিজিজ শুধু বেদনা ও অক্ষমতার কারণ তা নয়, এথেকে পুরুষ ও মহিলা উভয়েরই আয়ু হ্রাস পায়। এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের খ্যাতনামা রিউম্যাটোলজিস্টগণ। তাঁদের উদ্বেগের কারণ রিউম্যাটিক ডিজিজ চিকিৎসার জন্য পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞের অভাব রয়েছে, যার ফলে এদেশের এক-চতুর্থাংশ মানুষকে অসুবিধার শিকার হতে হচ্ছে। ভার্চুয়াল পন্থায় রিউম্যাটোলজি সপ্তাহ পালনের উদ্বোধন উপলক্ষে সমবেত হয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। ইন্টিগ্রেটেড হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং কাউন্সিলের (আইএইচডব্লিউ) সহযোগিতায় এই অনুষ্ঠানের উদ্যোক্তা ইন্ডিয়ান রিউম্যাটোলজি অ্যাসোসিয়েশন (আইআরএ)। আলোচকগণ তিনটি প্রধান রিউম্যাটোলজিক ডিজিজের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য পেশ করেন। সেগুলি হল: রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোসিং স্পন্ডিলাইটিস ও সিস্টেমিক লুপাস এরিথিমেটাস (এসএলই)। বক্তাদের মধ্য থেকে আবেদন জানানো হয়, রিউম্যাটিক ডিজিজগুলিকে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্ভুক্ত করা হোক, তাহলে আরও বেশিসংখ্যক মানুষ চিকিৎসার সুযোগ পাবেন।