আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর দলীয় পতাকা লাগানো ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার দক্ষিণ সরাইয়ে। সেখানকার পৃথিবা পঞ্চায়েতে একটি চার রাস্তার মোড়ে মঙ্গলবার রাতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। সে সময় তৃণমূলের বেশ কিছু কর্মী এসে হাজির হন সেখানে। তারা আইএসএফ কর্মীদের পতাকা লাগাতে বাধা দেন বলে অভিযোগ। তৃণমূলের ওই কর্মীরা বলেন, ‘‘তোরা অন্য বুথের লোক। তোদের নিজেদের বুথে গিয়ে পতাকা লাগা।’’ এর পরই দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। যা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে রূপান্তরিত হয়। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
আইএসএফ কর্মীদের অভিযোগ, হাতাহাতি শুরু হতেই শাসকদলের কর্মীরা বোমাবাজি শুরু করেন। সেই বোমার আঘাতে তিন-চার জন আইএসএফ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল বিশাল পুলিশ বাহিনী। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর হাবরা বিধানসভার প্রার্থী রিজি নন্দনকে সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আইএসএফ কর্মীরা। তৃণমূলও পাল্টা অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকেই থমথমে দক্ষিণ সরাইয়ের ওই এলাকা।
ঘটনা নিয়ে আইএসএফের নেতা মহম্মদ হবিবুর মণ্ডল বলেছেন, ‘‘পতাকা টাঙাতে গেলে তৃণমূলের লোকেরা বাধা দেয়। বোমা ছোড়ে। অনেক দিন ধরেই পতাকা টাঙাতে বাধা দিচ্ছে তৃণমূল।’’ তৃণমূলের জুলফিকর মোল্লা বলেছেন, ‘‘আমাদের এলাকা শান্তিপূর্ণ থাকে। কিন্তু আইএসএফ এখানে অস্থিরতা তৈরি করতে চাইছে। তাই আমরা বাধা দিয়েছি। তার পর ওরা বোমা মারে।’’