বর্ধিত করা হল প্যান এবং আধার সংযুক্ত করার সময়সীমা৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযাযী, আগামী ৩০ জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে৷ এর আগের সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, আজ, অর্থাৎ ৩১ মার্চের মধ্যে প্যান এবং আধারের সংযুক্তিকরণ করে ফেলতে হবে৷ এর আগেও একাধিকবার এই সময়সীমা বাড়িয়েছে সরকার৷
আয়কর দফতরের তরফে জানানো হয়েছিল, প্যান এবং আধার সংযুক্তিকরণ না করলে ১০০০০ টাকা জরিমানা দিতে হবে৷ এর পাশাপাশি প্যানও অকেজো হয়ে যাবে৷ http://incometaxindiaefiling.gov.in/ -আয়কর দফতরের এই ওয়েবসাইটে গিয়েই PAN Aadhaar Link করা যাবে৷ এর পাশাপাশি utiitsl.com অথবা https://www.egov-nsdl.co.in/ -এ গিয়েও প্যান আধার সংযুক্তিকরণ করা সম্ভব হবে৷