গাড়ি সহ চালক এবং মালিককে অপহরণের অভিযোগে বাগডোগরা থানার পুলিশ দুই দুষ্কৃতী গ্রেফতার করল।ঘটনাটি ঘটে ২৪শে মার্চ।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ২৪ তারিখ শিলিগুড়ি থেকে একটি ওয়াগনার গাড়িতে করে চারজন বিহারে গিয়েছিলেন।সেই সময়ে আশুতোষ যাদব এবং শিব সংকর যাদব সহ বেশ কয়েকজন দুষ্কৃতী এই গাড়িটি হাইজ্যাক করে।দুষ্কৃতীদের হেফাজত থেকে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।তবে দুষ্কৃতীরা বন্দি করে একরামুল হক এবং শেখ আলী কে। দুজনের বাড়ি শিলিগুড়ির বাগডোগরায়।পালাতক গাড়ির যাত্রীরা বিষয়টি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানায় জানায়।অপরদিকে দুষ্কৃতীরা গাড়ির চালক শেখ আলি এবং গাড়ির মালিক একরামুল হককে বন্দি করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।এদিকে গোটা ঘটনার ওপর নজরদারি শুরু করে বাগডোগরা থানার পুলিশ।অবশেষে মিলে গেল সাফল্য।মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অপহরণকারী আশুতোষ যাদব এবং শিব শংকর যাদব এর কাছে পৌঁছে যায় বাগডোগরা থানার তদন্তকারী অফিসারেরা।তাদের হেফাজত থেকে একরামুল হক এবং শেখ আলী কে উদ্ধার করে পুলিশ।উদ্ধার হয় গাড়িটি।ধৃত আশুতোষ যাদব এবং শিব শংকর যাদব কে শিলিগুড়ি আদালতে তোলা হলে ১০দিনের পুলিশি হেফাজতে পেয়েছে বাগডোগরা থানার পুলিশ।