মহিলা দিবস কে সামনে রেখে ইসলামপুর বিজেপি পরিবারের পক্ষ থেকে , ইসলামপুর চম্পা বাগ এলাকায় গোলাপ এবং চকলেট বিতরণ, উপস্থিত ছিলেন বিজেপি কর্মী প্রবীর দাস , যুব মোর্চার সাধারণ সম্পাদক চিত্র জিৎ রায় , লিপিকা চন্দ্র।স্থানীয় বিজেপি কর্মী পবির দাস জানান আজ সন্ধ্যায় মহিলা দিবস উপলক্ষে আমরা গোলাপ এবং চকলেট বিচরণ করি চম্পা বাগ এলাকায় সমাজের যে সমস্ত মহিলারা এই কাজের সাথে যুক্ত হয়েছে তাদেরকে অ্যাওয়ারনেস এর জন্য এ কর্মসূচির নেই আজ।
মহিলা দিবস কে সামনে রেখে ইসলামপুর বিজেপি পরিবারের পক্ষ থেকে গোলাপ এবং চকলেট বিতরণ
