নিরাপত্তা সুরক্ষা মাস পালিত হল শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন শিবম প্যালেসে

সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে নিরাপত্তা সুরক্ষা মাস পালিত হল শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন শিবম প্যালেসে ৷ শনিবার সমস্ত যানবাহন চালকদের সুরক্ষার জন্য ও সড়ক সুরক্ষা জীবন রক্ষা বার্তাকে তুলে ধরে চালকদের সচেতনতার জন্য সড়ক সুরক্ষা মাস পালন করা হয়৷ শিলিগুড়ি শহর এবং শিলিগুড়ি শহরের পার্শ্ববর্তি এলাকার সমস্ত সিটিঅটো চালক, ট্রাক চালক, ই—রিস্কা চালক নিয়ে সমস্ত যানবাহন চালকদের নিয়ে সভা করা হয়৷

এদিন ৩২ তম সড়ক সুরক্ষা মাস উৎযাপন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন এডিসিপি ট্রাফিক পুর্নিমা শেরপা, এসিপি ইস্ট দেবাশীষ দাস, এসিপি হেড কোয়াটার্ড মানবেন্দ্র রক্ষিত, শিলিগুড়ি পলিশ কমিশনারেট এর ছয় জন আইসি ও ওসি উপস্তিত ছিলেন৷ এদিন সমস্ত যানবাহন চালকদের হাতে কম্বল, টি—শার্ট, মাস্ক ও সেনিটাইজার তুলে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *