মধ্যবিত্তের মাথায় হাত। এমনিতেই নাভিশ্বাস মধ্যবিত্তের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। তার মধ্যেই চলতি বছর শূন্য হতে চলেছে কেরোসিনের উপর ভরতুকির পরিমাণ। অল্প হারে দাম বৃদ্ধি করে ১ এপ্রিল তা পুরোপুরি প্রত্যাহার করা হবে। পেট্রল-ডিজেলের পর এবার কেরোসিনও। গত মাসেও কেরোসিনের দাম লিটার প্রতি ৩.৮৭ টাকা বৃদ্ধি পেয়েছে। পেট্রোল ও ডিজেলের দামও গত ২৫ মাসে সবচেয়ে উচ্চস্তরে পৌঁছে গিয়েছে ৷