পশ্চিমবঙ্গে শুরু কোভ্যাক্সিনের টিকাকরণ প্রক্রিয়া। যে সব সাইটে এখন কোভিশিল্ড দেওয়া হচ্ছে, সেখানে মিলবে না কোভ্যাক্সিন। টিকা নেওয়ার পর প্রাপকের স্বাস্থ্যের উপর সরাসরি নজর রাখবেন আইসিএমআর অথবা ভারত বায়োটেকের নোডাল অফিসার। এদিন প্রথম কোভ্যাক্সিন নিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য ও রাজ্যের স্বাস্থ্য মিশনের শীর্ষ আধিকারিক সৌমিত্র মোহন।