সোমবার ‘পেপারলেস’ বাজেট পেশে সেফটি গ্লাস, উইন্ডস্ক্রিন ওয়াইপার, সিগনালিং যন্ত্রপাতি-সহ গাড়ির কয়েকটি যন্ত্রাশের আমদানি শুল্ক ১৫ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রের জন্য বহু ইতিবাচক পরিবর্তন আনবে এই বাজেট। স্বভাবতই সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশীয় গাড়ি শিল্পমহল। ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের লক্ষ্য পূরণের পথে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। মানবসম্পদকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবারের বাজেট।