দুয়ারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন৷ নির্বাচন – এর আগে নজিরবিহীন রদবদল হল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। বিধানসভা ভোটের দিন ঘোষণার আগে আচমকা রাজ্য নির্বাচন কমিশনের তিন আধিকারিককে সরিয়ে দেওয়া হল। রাজ্য নির্বাচন কমিশনের ডেপুটি সিইও শৈবাল বর্মণ, অনামিকা চট্টোপাধ্যায় এবং অমিতজ্যোতি ভট্টাচার্যকে বদলি করা হচ্ছে। যদিও কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ভোট করতে এবার তৎপর কমিশন।
বড় রদবদল হল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে
