জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করল শাসকদলের প্রাথমিক শিক্ষক সংগঠন। শনিবার দুপুরে শহরের সমাজপাড়ার IMA ময়দানে জমায়েত হন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নেতা কর্মীরা। পরে সেখান থেকে মৌন মিছিল করেন তারা।শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে শিক্ষক শিক্ষিকাদের মিছিল শেষ হয়। গান্ধীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান সকলে। পরে মূর্তি সংলগ্ন এলাকায় অবস্থান ও পথসভা করে বসেন তারা।
এদিনের কর্মসূচীতে হাজির ছিলেন সংগঠনের জেলা সভাপতি নির্মল সরকার, সহ সভাপতি অরূপ দে ও স্মরজিৎ চাকী, সার্কেল সভাপতি শঙ্খমিত্র মজুমদার প্রমুখ। জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য শিক্ষক শিক্ষিকা এদিনের কর্মসূচীতে শামিল হন। পরে জেলা সভাপতি নির্মল সরকার বলেন, ২৩ শে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজী জন্মজয়ন্তীর সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনেই মুখ্যমন্ত্রী তথা বঙ্গবাসীকে অপমান করা হয়েছে। বাংলার সম্মান উদ্দেশ্য প্রনোদিতভাবে ভূলন্ঠিত করার চেষ্টা করা হয়েছে।এর প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মসূচী নেওয়া হয়েছে। এর পাশাপাশি মহাত্মা গান্ধীর হত্যাকারীদের ধিক্কার জানানো হয়।