উত্তরে করোনার গ্রাফ বর্তমানে নিম্নমুখী। এই গ্রাফ নিম্নমুখী হতেই জেলায় জেলায় বর্ধিত কোভিড হাসপাতাল গুলি এবার ছেড়ে দিতে চলেছে স্বাস্থ্য বিভাগ। জানা গেছে জলপাইগুড়িতেও কোভিড সংক্রামক ধীরে ধীরে কমতে থাকে এবার উত্তরবঙ্গের সর্ববৃহৎ কোভিড হাসপাতাল জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও তার আগে আগামী ফেব্রুয়ারি মাসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ টিমের সঙ্গে থাকবেন উত্তরবঙ্গের করোনা বিষয়ক স্পেশাল অফিসার ডাঃ সুশান্তকুমার রায়।
শনিবার দুপুরে তিনি একটি সাংবাদিক সম্মেলন করে জানান, এই মুহূর্তে গোটা উত্তরবঙ্গেই কমছে করোনা আক্রান্তের সংখ্যা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় করোনা রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। জানান, এই মুহূর্তে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কোনও করোনা রোগী নেই। জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে মাত্র একজন করোনা রোগী রয়েছেন। দিনকয়েকের মধ্যেই হয়তো তিনি ছাড়া পেয়ে যাবেন। এজন্য করোনা হাসপাতালগুলো বন্ধ করা হবে কি না তা নিয়ে জেলায় জেলায় ঘুরে সমীক্ষা চালানো হবে। সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী করোনা হাসপাতালগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে।