লক্ষাধিক টাকার সেগুন কাঠ সহ দুই গাড়িকে আটক করল বনদপ্তর। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোর রাতে বীরপাড়া পাগলিঝোড়া এলাকায় অভিযান চালায় বনদপ্তরের কর্মীরা। তারা জানিয়েছেন দুটি মারুতি গাড়ি থেকে এই মূল্যবান কাঠ উদ্ধার হয় । যার বাজার দর আনুমানিক দশ লক্ষ টাকা ।উদ্ধারকৃত কাঠ ও গাড়ি দলগাঁও রেঞ্জে নিয়ে আসা হয়েছে।
লক্ষাধিক টাকার সেগুন কাঠ সহ দুই গাড়িকে আটক করল বনদপ্তর
