আসন্ন বিধানসভা নির্বাচনে ডোমজুড় থেকেই লড়াই করার সিদ্ধান্ত জানালেন সদ্য প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে কোন দলের হয়ে লড়বেন, তা স্পষ্ট করলেন না প্রাক্তন বনমন্ত্রী। প্রসঙ্গত, ২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী হিসেবে ডোমজুড় থেকেই জয়ী হন রাজীব। গত ২১ জানুয়ারি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ জানুয়ারি ডুমুরজলা মাঠে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন তিনি বলে জল্পনা চলছে।
নিজের অবস্থানে অনড় প্রাক্তন বনমন্ত্রী
