রাজ্যের পাহাড় ,নদী, সমুদ্র,জঙ্গলকে আরো বেশি করে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে তুলে ধরতে উত্তরে বিশেষ উদ্যোগ নিল হিমালয়ান হসপিটাল ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। জানা গিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে এই তিনদিনব্যাপী বেঙ্গল হিমালয়ান কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে । এই কার্নিভালের সহযোগিতায় থাকছে রাজ্যের পর্যটন দপ্তর। এই কার্নিভালে সহযোগিতার হাত বাড়িয়েছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের, পশ্চিমবঙ্গ বনদপ্তর এবং পর্যটন ব্যবসায়ীদের সংগঠন গুলি। এদিন পর্যটন মন্ত্রী গৌতম দেব শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেনএদিন এই কার্নিভাল বিষয়ে বৈঠক শেষে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, কোভিড পরিস্থিতির পর পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনতে এই কার্নিভালের আয়োজন। এছাড়াও এদিন মন্ত্রী জানিয়েছেন এই কার্নিভালে আকর্ষণ বাড়াতে রয়েছে বাইক রেলী এবং বেশ কিছু ছোটো ছোটো অনুষ্ঠান।এই কার্নিভালে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলিকে তুলে ধরার পাশাপাশি সেখানকার আর্থ সামাজিক, সংস্কৃতি এবং খাওয়া-দাওয়া সবকিছুই তুলে ধরা হবে এই কার্নিভালের মাধ্যমে।