দুয়ারে সরকারের পর এবার মানুষের ঘরে গিয়ে জনসংযোগের নির্দেশ পেতেই তৃণমূলের নেতা কর্মীরা ছুটছেন এক পাড়া থেকে আরেকপাড়া। মমতা সরকারের সমস্ত উন্নয়ন মূলক কর্মসূচি গুলি মানুষের সামনে তুলে ধরতে। এমনই চিত্র অর্থ্যাৎ কর্মসূচি শুরু করল আলিপুরদুয়ার টাউন ব্লক তৃনমূল কংগ্রেস।আগামী মাসের শুরুতে আলিপুরদুয়ার শহরে ময়দানে নামছে তৃনমূল কংগ্রেস।
আলিপুরদুয়ার টাউন ব্লক তৃনমূল কংগ্রেসের দলীয় দফতরে এক সাংবাদিক বৈঠকে এখবর জানান টাউন ব্লক সভাপতি দীপ্ত চ্যাটার্জী। তিনি বলেন,দিদির উন্নয়ন এই শ্লোগান কে সামনে রেখে ৬৮ টি প্রকল্প মানুষের কাছে তুলে ধরতে চাই।মমতা ব্যানার্জীর বিকল্প নেই।তিনি রাজ্য জুড়ে উন্নয়ন করেছেন।তা মানুষের কাছে তুলে ধরব। এখানে ৬৮ টি প্রকল্প রয়েছে।আলিপুরদুয়ার শহরের পর তা জেলাজুড়ে প্রচার করা হবে মানুষের দরবারে।